এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে “সর্বাধিনায়িকা” পোস্টারে ছেয়ে গেল শহর কলকাতা

Spread the love

শুক্রবার দক্ষিণ কলকাতা জুড়ে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক পোস্টার। তাতে লেখা “অধিনায়ক অভিষেক”। এছাড়াও হলুদ রঙের পতাকা ওড়েছে কলকাতায়, তাতেও লেখা “অধিনায়ক অভিষেক”।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পড়া এই পোস্টার নিয়ে শুক্রবার দিনভর চলেছে জল্পনা। এরপরেই শুক্রবার রাতে শহর কলকাতা ছেড়ে গেল অন্য একটি নতুন পোস্টারে, যাতে লেখা “সর্বাধিনায়িকা মমতা”।.

পোস্টার লাগানো শুরু হয় যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুক্রবার রাত দশটার পর থেকে। এছাড়াও লক্ষ্য করা গিয়েছে, যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার রয়েছে, তার ঠিক পাশেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ‌

তৃণমূলের আইটিসি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়া তৃণমূলের যতগুলি সমর্থক রূপ রয়েছে তার মধ্যে অন্যতম FAM, অধিনায়ক অভিষেক ওদের সংগঠনেরই একটি শাখা, তাই এই পতাকা দেওয়া হয়েছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *