এসএসসির চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি। এমনই অভিযোগ তুলে গাইঘাটায় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ মিছিলে নামেন।
আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে। সেই চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি এমনই অভিযোগ তুলে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে, শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তারা গাইঘাটা বাজার থেকে মিছিল করে গাইঘাটা থানার মোড় পর্যন্ত আসেন। এদিনের এই মিছেলের উপস্থিত ছিলেন, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুতোষ নাগ , বনগাঁ সংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচী, তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস, শ্যামল সরকার, নরোত্তম বিশ্বাস এবং শিপ্রা বিশ্বাস সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। মিছিল শেষে গাইঘাটা থানার মোড়ে একটি পথসভা করেন তারা। সেখান থেকে সিপিআইএম এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং ছাত্র নেতারা।
চাকরি বাতিলের দায় বাম বিজেপির। নতুন দাবি করে পথে তৃণমূল
