ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে তৈরি হবে সংরক্ষণ তালিকা

Spread the love

ভারতীয় রেলের সংরক্ষণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। এবার ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে তৈরি হবে সংরক্ষণ তালিকা (Reservation Chart)। এতদিন পর্যন্ত দু’দফায় তৈরি হত চার্ট—প্রথমটি যাত্রার ৪ ঘণ্টা আগে এবং দ্বিতীয়টি কিছুক্ষণ আগে। এবার নতুন নিয়মে একবারেই তৈরি হবে মূল চার্ট, যাত্রার আট ঘণ্টা আগেই।

রেল মন্ত্রকের মতে, এতে যাত্রীদের শেষ মুহূর্তের টিকিট আপডেট, সিট পরিবর্তন, এবং বুকিং স্ট্যাটাস আরও সহজে জানা যাবে। পাশাপাশি বুকিং সিস্টেম আরও স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর হবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।

তবে কিছু স্পেশাল ট্রেন এবং মাঝরাতের পর ছাড়ার ট্রেনগুলির ক্ষেত্রে এই সময়সীমা সামান্য বদল হতে পারে বলে সূত্রের খবর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *