বাড়ি ফেরার হল না। দুর্ঘটনা কাড়লো প্রাণ। ইটবোঝাই ট্রাকের ধাক্কা স্কুটিতে! মৃত্যু! বাগডোগরার কেষ্টপুর মোড়ে এশিয়ান হাইওয়ে সড়কে পথ দুর্ঘটনা। মৃত্যু স্কুটি চালকের। মৃত অরুণ শর্মা নামের মাটিগাড়ার বাসিন্দার।
ঘটনায় জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনাস্থলে। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় আটক ঘাতক ইটবোঝাই ট্রাক।
তবে ট্রাক চালক ঘটনার পর থেকেই পলাতক! ঘাতক ইটবোঝাই ট্রাক ও স্কুটি বাজেয়াপ্ত করেছে বাগডোগরা থানার পুলিশ।