তেহট্টে মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কা বাইকে। এক বাইক আরোহীর মৃত্যু। এই মৃত্যু ঘিরে উত্তেজনা। রাস্তা নেমে অবরোধ এলাকাবাসীর।
নদিয়ার তেহট্টের চিলাখালী দাসপাড়ার ঘটনা। মৃতের নাম দেবাশিস ঘোষ। বয়স ৬২ বছর। এই ঘটনায় আহত হয়েছেন ওই বাইকে থাকা আরও এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন দুই ব্যক্তি বাইকে চেপে বেতাই – পলাশী রাজ্য সড়ক ধরে পলাশী পাড়ায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। সেই সময় চিলাখালী দাস পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় বাইকের পিছনে বসে থাকা দেবাশিস ঘোষের। এই ঘটনায় ওই এলাকায় স্পিড ব্রেকার ও ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে তেহট্ট থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।