ট্রাক টার্মিনাসের স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের চাকরিতে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে চ্যাংড়াবান্ধা ট্রাক টার্মিনাসের বাইরে বিক্ষোভ স্থানীয়দের। আর এই বিক্ষোভের জেরে এদিন ট্রাক বেরোতে না পারায় এদিন সকাল থেকে পন্য নিয়ে কোনো ট্রাক বাংলাদেশে যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, ২০২২ সাল পর্যন্ত তারাই এই ট্রাক।টার্মিনাসে কাজ করতেন। পরবর্তীতে এটি পরিবহন দপ্তরের অধীনে চলে যাওয়ায় তারা কাজ হারান। সেসময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরে তাদের নিয়োগ করা হবে। কিন্তু সম্প্রতি বহিরাগতদের নিয়োগ করা হয়। এটা জানতে পেরেই এদিন তারা বিক্ষোভ বসেছেন।