ইটভাটার চুল্লিতে কাজ করতে গিয়ে মৃত দুই শ্রমিক
মিনাখা থানার অন্তর্গত জয়গ্রাম এলাকায় একটি ইট ভাটার চুল্লি সংস্কারের কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। বাঁশের ভারা বেঁধে তারা কাজ করছিল । আচমকা ভারা ভেঙে পড়ে তিন শ্রমিক উপর থেকে নিচে পড়ে যায়। ওই তিন শ্রমিকের মধ্যে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। মৃত এক শ্রমিকের নাম নিমাই আর অপর শ্রমিকের নাম হাফিজুল গাজী