মাঝরাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিল দুই মহিলা। তারা কোনও বিপদে পড়েছে কিনা জানতে চেয়ে এগিয়ে আসে টহলে থাকা পুলিশ। কিন্তু তারা পুলিশকে এড়িয়ে যেতে চাইছিল। তাতেই সন্দেহ হয় পুলিশের। তাদের ব্যাগে তল্লাশি চালাতেই সামনে আসে গাঁজা পাচারের ছক।
পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ শ্রীধর এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে ভোরবেলায় । তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ৪৬ কেজি গাঁজা। পরবর্তী সময়ে দুই মহিলাকে গ্ৰেপ্তার করে রায়না থানার পুলিশ । ধৃতদের পেশ করা হচ্ছে বর্ধমান আদালতে । ধৃত দুই মহিলা বর্ধমান থানার গোলপুকুর রাজা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে । ধৃতদের নাম মানু বিবি ও আদুরী যশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা শ্রীধর এলাকায় ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা । চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তারো খোঁজ শুরু করেছে পুলিশ। দুজন অভিযুক্ত আসামিকে আজ বর্ধমান আদালতে পেশ করে রায়না থানা পুলিশ।
গাঁজা সহ দুই মহিলা গ্রেফতার!
