WOMEN PSYCHOLOGY: সম্পর্কে অশান্তি? মেয়েদের মন বোঝার ৫ উপায়

Spread the love

মেয়েদের চোখে চোখ রাখলেই স্পষ্ট হয় মুখের কথা। জেদি হলেও, পছন্দের মানুষের চোখে চোখ পড়লে তাঁরা আবেগ সামলাতে পারেন না। তাই মেয়েদে মন জটিল বললেও, তা হয় বরফের মতো। অল্প উষ্ণতাতেই গলে যায়। মেয়েদের মন বোঝার ৫ টি সহজ উপায় প্রয়োগের চেষ্টা করুন:

 

উচ্চৈঃস্বরে কথা নয়: যে সম্পর্কই হোক না কেন, মেয়েরা উচ্চৈঃস্বরে কথা বলা খুব একটা পছন্দ করে না। এমনকি, তারা জোরে কথা বললেও, আপনার সহ্যশক্তি ধরে রাখুন। তাই পৌরুষ বোঝাতে গিয়ে সম্পর্কে আঘাত আনবেন না।

কথার মধ্যে কথা: অনেকেই বলে মেয়েদের মন জিলিপির মতো। কিন্তু আদৌ কি তাই? যেমন গিফট বক্সে গিফট থাকে, তেমনই মেয়েদের কথার মধ্যে কথা থাকে। গিফট বক্স খোলার মতো কথা বোঝার চেষ্টা করুন

 

আদর: কখনও অন্তরঙ্গ মুহূর্তের সময় হলে, সবসময় Sex নয়। তাঁরা চায় নিজেকে আদুরে পরিবেশে রাখতে। কখনও জড়িয়ে, এমন কিছু আলোচনা করুন যাতে আখরোটের মতো খোসা ভাঙলে, ভেতরের নরমটা বেরিয়ে আসে

 

উৎসাহ: চাকরি জীবন বা প্রফেশনাল লাইফ যাই হোক, উৎসাহ চান মেয়েরা। কিছুই না, শুধু এগিয়ে যাও – এই কথাটুকু বললেই তাঁদের জন্য যথেষ্ট।

ঠান্ডা মাথা: এমন কিছু করবেন না, যাতে মাথা গরম হয় ওদের। কারণ মেয়েদের যতবেশি সহ্যশক্তি, ততই দ্রুত মাথা গরম। তাঁদের কোনও কাজে বাধা হয়ে দাঁড়ালে, খুব বেশিক্ষণ মাথা ঠিক রাখতে পারেন না। তাই পাশে থাকুন, আকাশে উড়তে দিন। বাধা হবেন না।

আর যাই হোক, মাথাটা গরম হতে দেবেন না। তাহলেই সর্বনাশ!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *