ভারত-চীন যুদ্ধে (১৯৬২) শহীদ হওয়া সেনা স্মরণে। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কেটি পার্নাইক এবং লেফটেন্যান্ট জেনারেলের উপস্থিতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ভারতীয় সেনা আধিকারিকরা। ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠিত প্রোগ্রাম।
দু’দিন-ব্যাপী এই স্মরণ অনুষ্ঠানে সিম্ফনি ব্যান্ডের স্টারলিং পারফরমেন্স এবং চিত্তাকর্ষক লাইট অ্যান্ড সাউন্ড শো উপস্থাপনার আয়োজন ছিল। সশস্ত্র বাহিনীর ঐতিহ্যগত একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।