স্বাস্থ্যে সাথী রাজ্য সরকার, হাসপাতালে মুক্তহস্ত, কোটির চিকিৎসা এবার ন্যূনতম খরচে

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নারী নিরাপত্তায় জোর, অনুমোদিত হলো ১৫৭ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ হল স্বাস্থ্যক্ষেত্রেও। শুধু শহর কলকাতা নয়, প্রত্যন্ত জেলায় নারী নিরাপত্তার জন্য একাধিক ঘোষণা করল রাজ্য সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন জানিয়েছেন, স্বাস্থ্য ক্ষেত্রে রাতে যে সমস্ত মহিলারা চাকরি করেন, তাদের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে “রাত্তিরের সাথী হেলপারস অফ দি নাইট।” ১৫৭ কোটি টাকা অনুমোদিত হয়েছে এই প্রকল্পে।
রাজ্য বাজেটে আজ ঘোষণা হয়েছে, ১৫৭ কোটি টাকায় প্রতিটি স্বাস্থ্য ক্ষেত্রে মেয়েদের জন্য ওয়াশরুম, আলাদা বিশ্রাম কক্ষ তৈরি হবে। বাংলার প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে ফেলা হবে। পানীয় জলের বিশেষ ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় পর্যাপ্ত আলো লাগানো হবে।

এগুলো ছাড়াও ক্যান্সার মোকাবিলাতেও জনসাধারণের পাশে মমতার সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এস এস কে এম এবং শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দুটি অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। যার পরিনাম হিসেবে নামমাত্র মূল্যে মিলবে কোটি টাকার চিকিৎসা।

বাজেটে আরো ঘোষণা হয়েছে, ‘চোখের আলো’ প্রকল্পে বিগত এক বছরে এক কোটিরও বেশি মানুষ চক্ষু পরীক্ষার সুযোগ পেয়েছেন। বিনামূল্যে চশমা পেয়েছেন এই প্রকল্পে ১৮ লক্ষ ৪৮ হাজার মানুষ। তাছাড়াও বাংলার ১০টি জেলাকে ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *