উইম্বলডন ২০২৫ জয়ের পর জান্নিক সিনার এখন টেনিস বিশ্বের সর্বাধিক আলোচিত নাম। মাত্র ২৩ বছর বয়সেই এই ইতালিয়ান তারকা হয়ে উঠেছেন চারটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক—অস্ট্রেলিয়ান ওপেন দু’বার, ইউএস ওপেন এবং এবার উইম্বলডন। শুধু তাই নয়, মার্চ ২০২৫-এ তিনি ATP র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবেও উঠে আসেন।
সিনারের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কোর্ট থেকে আয়, উইম্বলডন জয়ের পুরস্কার অর্থ, এবং স্পনসরশিপ মিলিয়ে এ বছরই তিনি আয় করেছেন প্রায় ২৭ মিলিয়নের বেশি। কোর্টে তার গতিময় পারফরম্যান্সের বাইরেও স্পনসরদের কাছে তিনি ভীষণ প্রিয়। Nike-এর সঙ্গে তার ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি ছাড়াও রয়েছে Rolex, Gucci, Alfa Romeo, Lavazza, এবং Head-এর মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি।
অলিম্পিক মনোভাব ও কঠোর অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা সিনারের ব্যক্তিজীবন অনেকটাই নিয়ন্ত্রিত ও পরিশীলিত। তিনি মোনাকোতে থাকেন, গাড়ি বিশেষ করে Alfa Romeo-র প্রতি রয়েছে প্রবল আকর্ষণ, আর অফ-ডে-তেও পার্টি বা গ্ল্যামার থেকে দূরে থাকেন। ঘনিষ্ঠ বন্ধু কার্লোস আলকারাজের সঙ্গেও তার বন্ধুত্ব বেশ চর্চিত।
এবারের উইম্বলডন ফাইনালে জয়ী হয়ে যখন ব্রিটেনের প্রিন্সেস কেট মিডলটনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন, গোটা দুনিয়া তাকিয়ে ছিল সিনারের দিকে। সেই মুহূর্ত ছিল যেন রাজকীয় সম্মাননার মতোই। নিজের আত্মনিয়ন্ত্রণ, পরিশ্রম আর প্রতিভা দিয়ে জান্নিক সিনার প্রমাণ করে দিয়েছেন, তিনি শুধু কোর্টের নয়—বিশ্বমঞ্চেরও চ্যাম্পিয়ন।