আজ ১৭ই জুলাই, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইমোজি দিবস। ছোট্ট এক মুখভঙ্গি বা প্রতীক— যা দিয়ে অনুভূতি প্রকাশ করা যায় শব্দ ছাড়াই, সেটাই ইমোজি। আর আজকের দিনে এই ডিজিটাল ভাষার রঙিন আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব।
বিশেষ করে শিশুদের মধ্যে এই দিনটি ঘিরে রয়েছে দারুণ উত্তেজনা। তারা তাদের প্রিয় ইমোজি ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করছে, স্কুলে ইমোজি থিমে সাজানো হয়েছে ক্লাসরুম, কেউ কেউ তো প্রিয় ইমোজি মুখ আঁকছে নিজের গালে বা হাতে। অনেকে আবার বলছে, “আমার ফেভারিট ইমোজি হাসিমুখ , কারণ এটা সবাইকে খুশি করে!” কেউ বলেছে, “আমি প্রতিদিন মাকে
আর বাবাকে
পাঠাই, কারণ আমি ওদের ভালোবাসি আর ওরা আমার হিরো!”
ইমোজি এখন আর শুধু বড়দের মেসেজিংয়ের অংশ নয়, শিশুরাও শিখে নিচ্ছে কীভাবে এই ছোট্ট প্রতীকগুলো দিয়ে ভালোবাসা, দুঃখ, রাগ, আনন্দ এমনকি কল্পনার জগতও প্রকাশ করা যায়। ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মেও আজ চলছে ইমোজি ব্যবহার করে শেখার আয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, ইমোজি শিশুদের মধ্যে ভাব প্রকাশের সহজ উপায় তৈরি করে, বিশেষ করে যারা শব্দে আবেগ প্রকাশে অস্বস্তি বোধ করে তাদের জন্য এটি দারুণ কার্যকর।
আজকের দিনে তাই ছোট-বড় সবাই মিলে একসঙ্গে উদযাপন করছে এই বিশেষ উপলক্ষ— ইমোজির মাধ্যমে ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব।