শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিরাপত্তা বাড়লো। যাদবপুরে অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে
তিনি Y ক্যাটাগরির নিরাপত্তা পেতেন এতদিন। বুধবার থেকে নিরাপত্তা পাচ্ছেন Z ক্যাটাগরির।
ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় গত ১লা মার্চ। ঐদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বাম ছাত্ররা অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বলে অভিযোগ উঠেছে। ছাত্র সংসদ নির্বাচনসহ একাধিক দাবিতে তারা সুর চড়াতে থাকে। ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় পৌঁছানোর আগে থেকেই চলতে থাকে স্লোগানিং। তাতে বাধা দেয় টিএমসিপি। ধস্তাধস্তি হাতাহাতি দুপক্ষের মধ্যে শুরু হলেও এর মাঝেই শুরু হয় ওয়েবকুপার সাধারণ বার্ষিক সভা । এরপর বিক্ষোভকারীরা সভাস্থলে পৌঁছে যায় এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিস ভাঙচুর করা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া ও খুলে দেওয়া হয় এবং সেই ধাক্কাধাক্কিতে শিক্ষামন্ত্রী নিজেই চোট পান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল । পড়ুয়ারা ৪ মার্চ রাত থেকে অরবিন্দ ভবনের সামনে ধরনায় সামিল হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য পশুর বিরুদ্ধে “হিট এন্ড রান” মামলা দায়ের করার দাবী তুলেছেন আন্দোলনকারীরা। ফলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা Y থেকে Z করা হলো