এক সময় কাকদ্বীপের ছাত্র সংসদের রুমে বসেছিল বিয়ের আসর। দীর্ঘদিন পর সেই ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। ছবিতে দেখা গিয়েছে তৃণমূলের এক ছাত্র নেতা সংসদ রুমের ভিতরে বিয়ে করছেন। তাঁদের শুভদৃষ্টি হচ্ছে।

সংসদের ভিতরে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছে। এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, “ওই ছাত্র ও ছাত্রীর আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাঁরা সংসদের ভিতরে বন্ধুদের নিয়ে আনন্দ করছিলেন। এই বিষয়টি জানার পর ওই ছাত্র ও ছাত্রীকে কলেজে আসতে বারণ করে দেওয়া হয়েছে। বর্তমান কলেজে পরিবেশ খুবই ভালো। কোনও সমস্যা নেই। আগের থেকে রেজাল্টও অনেক ভালো।”
