নিজের দেশে এই কটাক্ষের শিকার হয়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তার বিয়েকে লাভ জিহাদ বলেও কটাক্ষ করা হয়েছিল। কারণ তিনি ভিন ধর্মের প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছিলেন।
পহেলগাঁওতে দুষ্কৃতী হামলার ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়া সাইড এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা জওয়ানদের জয়গান গেয়ে একাধিক পোস্ট করেছিলেন দেবলীনা। এরপরেই পাক নেটিজেনদের তিক্ততার শিকার হন তিনি। নেটিজেনদের একাংশ সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার।
বেশ কিছু পাকিস্তানি নেটিজেনদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেন দেবলীনা। পাকিস্তানি নেটিজেন লেখেন, “ভারতীয় প্রযোজকদের কাছে অনুরোধ একে কেউ কাজ দিন। ঘরে বসে বসে উন্মাদ হয়ে গিয়েছে এবং হিংসাত্মক বুলি আউড়ে বেড়াচ্ছে। আমি ওর অনুরাগী ছিলাম ভেবে নিজের কষ্ট হয়। সংখ্যালঘুদের নিয়ে ওর যদি এত অভিযোগ থাকে, তাহলে আগে নিজের স্বামীকে ছেড়ে দিক।” এই বক্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন দেবলীনা। উত্তরে বলেছেন, “নিজেদের চাল চুলও নেই এদের আবার আমার কাজ নিয়ে চিন্তা হচ্ছে।” সঙ্গে দেবলীনা আরো বলেন,”সন্ত্রাসবাদীদের পুষে রেখেছিস ওগুলোকে ভারত সরকারের হাতে আগে সঁপে দে। আমার স্বামীকে নিয়ে চিন্তা করতে হবে না।”