মহরমে মধ্যে দিয়ে জনসংযোগ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল । বোলপুরে তার নিজের বাড়ির সামনে থেকে নিচুপট্টির বাড়ির সামনে থেকেই মহরমের দিন জনসংযোগ করলেন।
এছাড়াও তিনি জানান বোলপুরে তথা বীরভূমে হিন্দু-মুসলিম সবাই একত্রিত হয়ে একদিকে রথ অন্যদিকে মহরম পালন করেছে শান্তি শৃঙ্খলা ভাবেই। প্রত্যেক বছরই একইভাবে তারা শান্তি শৃঙ্খলা ভাবে দুটো উৎসবই বা যে কোন উৎসবই পালন করে থাকে।