Bangladesh: হাইস্যকর! ফাঁকা কলসির আওয়াজ বেশি। ভারতের থেকে সাহায্য নেওয়া বাংলাদেশ নাকি লুঙ্গিতে দিল্লি কাঁপাবে। BNP নেতার হুমকিতে হাসির খোড়াক

Spread the love

পরমাণু হামলা থেকে এবার নামলেন লুঙ্গির হাওয়ায়।
গাছেরটা খাবে, তলারটাও কুড়াবে তা হয় না! ভারতের থেকে পেঁয়াজ, শস্য খেয়ে ওই মুখেই বাতেলা। এমনকি ভারতের বদনাম করার চেষ্টাতেও ভারতেরই বলিউড ছবির ‘কুছ কুছ হোতা হ্যায়’ উদাহরণ বিএনপি নেতার মুখে। এর থেকেই বোঝা যায়, ওদের যে কিছুই নেই।

বীরপুরুষ বাংলাদেশ! এদিকে ভারতের কাছেই হাত পাতে। ভারত থেকে বাংলাদেশে ৪০% পেঁয়াজ আমদানি করতে হয়। যার ৯৫% নেয় ভারত থেকেই। এছাড়াও দুধ, সূর্যমুখী, সয়াবিন তেল, চিনি, মধু, চিপস, বিস্কুট, চকোলেট। দিন কয়েক আগে ভারতের থেকে পণ্যবাহী ট্রেনও গেল।তাদের আবার এত বড় বড় কথা! বাংলাদেশকে পাত্তাই দেয় না বাঙালি তথা ভারতীয়রা

ওই কী যেন বলে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। শুধু ভারত কেন, ব্রাজিলের কাছে হাত পেতে গম, চিনি, মাংস, মশলা আমদানি করে বাংলাদেশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *