BANGLADESH: ‘ভারতের উপর নির্ভরশীল একটা দেশ বাংলাদেশ’: দিলীপ

Spread the love

কলকাতা: একদিকে কলকাতা, আগরতলা দখলের কথা বলে ফুঁসছে বাংলাদেশ। অন্যদিকে কার্যত পাত্তাই দিচ্ছে না ভারত। বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ।

দিলীপের কথায়, ‘বাংলাদেশে খাবার নেই, কাজ নেই। সেই সব দিকে না তাকিয়ে কিছু মানুষ ভারত বিদ্বেষে নেমেছে। ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। আমরা সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খেতে পা়বে না, ওষুধ পাবে না। ধর্মান্ধতায় উন্মাদ হয়ে গেছে। খান সেনাদের হাত থেকে আমরা খাওয়া-পরা-আশ্রয় দিয়ে বাঁচিয়েছিলাম। এই অত্যাচার, উন্মত্ততায় ক্ষতি ওদেরই হবে। ভারতের সামনে সামরিক শক্তি নিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই বাংলাদেশের। আমাদের দেশের অংশ ছিল বাংলাদেশ। আজ ভারত বিশ্বের শ্রেষ্ঠ দেশের অন্যতম। আর ভারতের সহযোগিতায় বাংলাদেশ যতটুকু এগিয়েছিল, সেটুকুও নষ্ট হয়ে গেল মৌলবাদীদের তাড়নায়।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *