ভারতের পড়শি বাংলাদেশের রাজধানী ঢাকার। আইএস-এর পতাকা হাতে অবাধে বাইক বাহিনী এগিয়ে চলেছে ঢাকার রাজপথ চিরে। আর তাঁদের এসকর্ট করে নিয়ে যাচ্ছেন ঘোড়সওয়ার এক ব্যক্তি। গা শিউরে ওঠার মতো ঘটনা। সূত্রের খবর, একাধিক নিষিদ্ধ মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা ঘোড়ার পিঠে চড়ে, বাইকে চেপে গজবায়ে হিন্দের স্লোগান তুলেছে। আর তাঁদের হাতে পতপত করে উড়ছে আইএসআইএস-এর পতাকা। জাতীয় রাজধানীর রাজপথে এসব দেখেও স্পিকটি নট ইউনূস প্রশাসন।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি INDINEWS24