বহড়াদাঁড়ি জুনিয়র হাইস্কুল চালু রাখতে হবে। বৃহস্পতিবার সাকরাইলের বিডিও ক্লাস নিয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের নজর রাখতে শিক্ষকের চেয়ারে বসে পড়াচ্ছিলেন। শুক্রবারও স্কুলে গিয়ে পরিদর্শন করেন। পাশাপাশি ছাত্র ছাত্রীদের মোটিভেশন ক্লাসও নেন।
পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।
তবে শুক্রবার এই স্কুলে বিডিওর অনুরোধ একজন প্রাক্তন শিক্ষক ভলান্টারি সার্ভিস দিতে স্কুলে যান। আর একজন রেগুলার শিক্ষক নিয়োগ করেছেন স্কুল ইন্সপেক্টর।
চাকরিহারা শিক্ষকদের তালিকায় নাম রয়েছে এই বহড়াদাঁড়ি জুনিয়র হাইস্কুলের শিক্ষক কিসুন বেসরার। স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি। একমাত্র শিক্ষক দিয়ে চলা স্কুল শিক্ষক এর অভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সারাইল ব্লকের বিডিও
রোহন ঘোষ স্কুলের তালা খুলে বাচ্চাদের বাড়ি থেকে ডেকে নিজে ক্লাস নেওয়া শুরু করেন।
সামনেই পরীক্ষা তাই তাদের ভবিষ্যতের কথা ভেবেই নিজের প্রশাসনিকের কাজ ফেলে ব্যস্ততার মধ্যেও ক্লাস নেন। পশাপাশি পাশ্ববর্তী স্কুল থেকে কোনো শিক্ষক কে এখানে আনা যায় কিবা তা দেখতে অনুরোধ করেন স্কুল ইন্সপেক্টরকে। এই এলাকার একজন প্রাক্তন শিক্ষককেও অনুরোধ করেন অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস নিতে।
স্কুল চালু রাখতে ক্লাস নিয়েছেন BDO
