EXCLUSIVE: বাংলাদেশ আবহে জগন্নাথ মন্দির, মমতার চাল-ভোটে বাড়ে
Bunny – ১১.১২.২০২৪ – বুধবার (IndiNews24 Exclusive) কলকাতা: সংখ্যালঘু পীড়নে যেন সিরিয়া হয়ে উঠছে বাংলাদেশ। নৃশংসতার অভিযোগ দিকে দিকে। ভাঙা পড়ছে ইসকন, ফাটছে ভক্তদের মাথা। জেলবন্দী চিন্ময়কৃষ্ণ দাস। এই আবহে, হ্যাঁ এই আবহেই দীঘায় জগন্নাথ ধাম নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই পারেন। মন্দির পরিদর্শন করে, সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আসছে বছর, ২০ এপ্রিল…