হাত-শিবিরে ফিরে গেলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।
মাত্র চার বছরে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসের প্রত্যাবর্তন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের। বুধবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে কংগ্রেসে ফিরে গেলেন তিনি। বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস ছাড়া আর কোন বিকল্প নেই বলেই তিনি মনে করেন। সেই লক্ষ্যেই পুরনো দ্বারে ফিরে যাওয়ার এই প্রত্যাবর্তন বলে জানালেন প্রণব পুত্র।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রণবপুত্র অভিজিৎ টিকিট পেতে পারেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে কিছুদিন আগেই হাত-শিবিরে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ। একসময় অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের সাংসদ ছিলেন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপ নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন অভিজিৎ।
২০১৪ সালে ফের তিনি জঙ্গিপুরে সংসদ হন কিন্তু ২০১৯ সালে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থীর কাছে তিনি পরাজিত হন বিপুল ভোটে। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন তিনি । কিন্তু রাজ্যের শাসক দল তাকে সেভাবে ব্যবহার করেনি। তার মধ্যে আক্ষেপ তৈরি হয় এর পরেই তিনি সিদ্ধান্ত নেন হাত-শিবিরে ফিরে আসার।