দলে থেকে অনেকেই বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনটাই দাবি তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

জামিন পেয়ে প্রায় দু বছর পর গ্রামের বাড়িতে ফিরলেন। তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। গ্রামের মহিলারা শঙ্খ বাজিয়ে ,ফুলের মালা দিয়ে বরণ করে নিল শান্তনুকে।

জেলে থাকতেই অনেক কিছু শিখেছেন। সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে , বেশ কয়েকজনের নাম তিনি মুখমন্ত্রীর কাছে বলবেন।

তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২০২৩ সালে গ্রেফতার হন। ইডির হাতে গ্রেফতার হলেও পরবর্তীকালে তাকে হেফাজতে নেয় সিবিআই। গ্রেফতারের পরেই তৃণমূল তাকে বহিস্কার করে।

দু’বছর পরে বারুইপাড়ায় নিজের গ্রামের বাড়িতে ফেরেন শান্তনু। মন্দিরে পুজো দেন। বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়। গ্রামের মহিলারা তাকে শঙ্খ ধ্বনি দিয়ে বরণ করে নেয়। সংবাদমাধ্যমে শান্তনু জানিয়েছেন তিনি দলের অনুগত সৈনিক ছিলেন। এখন বহিষ্কৃত হলেও দলের সমর্থক হিসেবেই থাকবেন। তিনি আরো জানান, জেলে থেকে তিনি অনেক কিছু শিখেছেন। বিচারাধীন কোন বিষয় নিয়ে তিনি বলবেন না। তবে দলের অনেকের কথা নেত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। যারা দলে থেকে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *