বারবার হারের পর এবার গম্ভীরকে ‘অজুহাত নয়, ফল দাও’ বার্তা

Spread the love

গৌতম গম্ভীরের উপর চাপ বাড়ছে। একের পর এক হারের পর এবার বোর্ডের কড়া বার্তা—ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কোনও অজুহাত চলবে না, ফল আনতেই হবে।

গম্ভীর যেসব দলে কোচ বা মেন্টর ছিলেন, সেগুলোর ফল খুব একটা ভালো হয়নি। IPL-এ যেমন তার নেতৃত্বে এলএসজি ব্যর্থ, নাইট রাইডার্স রানার্স-আপ হলেও শেষ ম্যাচে ধসে পড়ে। আন্তর্জাতিক মঞ্চে এবার কোচ হিসেবে তাঁর প্রথম বড় পরীক্ষা ইংল্যান্ডের বিপক্ষে হাই-প্রোফাইল টেস্ট সিরিজ।

বোর্ডের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “গম্ভীরকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার আর ব্যর্থতার জায়গা নেই। টিম ইন্ডিয়ার কাছে মানুষ জয় চায়। কোচ হিসেবে তাকে সেটা দিতেই হবে।”

সমর্থকরাও ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন—”গম্ভীর তো শুধু হারের মুখ দেখাচ্ছেন! এবার দায়িত্ব নিয়ে দেখান কী করতে পারেন।”

ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সহজ হবে না, সেটা সবাই জানে। তবে এখন পুরো দেশের নজর গম্ভীরের দিকে—দল জিতলে তার কৃতিত্ব, হারলে সমালোচনা আরও তীব্র হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *