মুখে দাড়ি, গলায় লা ইলাহা ইল্লাল্লাহ! কীভাবে কাশ্মীর থেকে বাঁচলেন ব্রাহ্মণ ভট্টাচার্য দেবাশিস?

Spread the love

চারপাশে একটাই শব্দ। “লা ইলাহা ইল্লাল্লাহ”, এই শব্দ শুনে নিজেও আওড়াতে থাকেন এই বুকি। বরাত জোরে বুদ্ধের জেরে প্রাণ রক্ষা অসম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর বাঙালি দেবাশিস ভট্টাচার্যর।কী হয়েছিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সেইদিন? একাধিক সংবাদ মাধ্যমে দেবাশিস জানান, দুপুর তখন প্রায় তিনটে – সাড়ে তিনটে। তুমি এবং তার পরিবার একটি গাছের নীচে ছিল। পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে। হঠাৎ এই তুমি চারপাশে শুনতে পান কালেমার শব্দ – “লা ইলাহা ইল্লাল্লাহ”। সাধারণত ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন। এর অর্থ খারাপ কিছু নয়, এর অর্থ হল আল্লাহ একমাত্র আরাধ্য। যা তাঁদের বিশ্বাস।এই কালেমা আচমকাই আওড়াতে শুরু করেন দেবাশিস। চোখ বন্ধ করে। আচমকাই তাঁর সামনে একজন এসে জিজ্ঞেস করে, কী পড়ছেন। চোখ বন্ধ করে দেবাশিস বলতে থাকেন, “লা ইলাহা ইল্লাল্লাহ”, “লা ইলাহা ইল্লাল্লাহ”। এরপরই সেই ব্যক্তি চলে যান।দেবাশিস ভট্টাচার্য। মুখে কাঁচাপাকা দাড়ি। হয়তো কালেমা এবং দাড়ি মিলিয়ে তাঁকে নিজেদের ধর্মের ভেবেই ফিরে যান ওই ব্যক্তি। নাহলে হয়তো, কাশ্মীরে গিয়ে মৃতদের তালিকায় তাঁর নামটাও থাকতো। বুদ্ধির জোরে বেঁচে গিয়েছেন দেবাশিস। তিনি এও জানান, ওই ঐদিন ভ্যালিতে কোনও নিরাপত্তা দেওয়ার জওয়ান বা পুলিশ ছিল না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *