ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ভারতের প্রতি বিরোধিতা আরও জোরালো হয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের একের পর এক নেতা ভারতকে আক্রমণ করে চলেছেন প্রতিনিয়ত এবং নানা মন্তব্যে বিঁধছেন। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিয়মিত ভারতকে বিঁধেছেন।
কিন্তু এই ইউনুসের গলায় এখন শোনা যাচ্ছে উল্টো সুর। তাকে এখন বলতে শোনা যাচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক এখনও ভালো আছে, ভবিষ্যতেও থাকবে, ভালো না থেকে উপায় নেই।
ইউনুসের গলায় এমন নরম সুর রাজনৈতিক মহলে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন। যারা হাসিনাকে উৎখাত করে ইউনুসকে ক্ষমতায় এনেছেন। ভোট নিয়ে ক্রমাগত চাপ হারিয়ে যাচ্ছে ভারত ,আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় ইউনুস ভারত প্রসঙ্গে বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোন অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনো ভালো আছে ,ভবিষ্যতেও ভালো থাকবে। ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই।” আরো সংযোজন করে তিনি বলেছেন, “মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে । আমরা তা থেকে বেরোনোর চেষ্টা করছি।”