জন্মদিনে জ্যাকলিনের সঙ্গী মায়ে মাস্ক, পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে

Spread the love

বেশ কিছুদিন আগেই জ্যাকলিন ফার্নান্ডেজ তার মাকে হারিয়েছেন। এক বছর ধরে বেশ আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন তিনি। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের জল্পনা নিয়ে বেশ সমস্যায় নায়িকা। প্রায় ১৫ দিন আগে মাকেও হারিয়েছেন তিনি।

সোমবার অভিনেত্রী জ্যাকলিনকে দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে। সঙ্গী ছিলেন এলন মাস্কের মা মায়ে মাস্ক। মায়ে মাস্ক একজন সুপার মডেল তথা লেখিকা তথা পুষ্টিবিদ। সম্প্রতি তিনি ভারতে এসেছেন ‘a woman makes a plan’ বইটি প্রচারের জন্য। তিনি নিজের জন্মদিনও পালন করেন গত ১৯শে এপ্রিল ভারতে। জন্মদিনেই জ্যাকলিনকে সঙ্গী করে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন।

মন্দিরের পূজো দিয়ে জ্যাকলিন জানান, “মায়ে মাস্ক আমার খুব প্রিয় বন্ধু। আপাতত তার বইয়ের প্রচারের জন্য তিনি ভারতে রয়েছেন। তাই ওকে সঙ্গে করেই পুজো দিলাম।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *