মাথায় গেরুয়া কাপড়। গায়ে গেরুয়া বসন। হনুমান মন্দিরে পুরো গেরুয়া তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেকের প্রশ্ন, উনি কি বিজেপিতে গেলেন নাকি?
২০২৬ সালে এরাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই খেলা শুরু। হিন্দু বনাম মুসলমান ভোট। শুভেন্দু অধিকারী আগেই বলেছেন, ৫ শতাংশ হিন্দু ভোট পেলেই এরাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। অন্যদিকে, দিলীপ ঘোষ বলছেন, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। অর্থাৎ খুব সহজ বিজেপির হিসেবে।

যতটা সম্ভব হিন্দু ভোট নিয়ে আসন বাড়াতে মরিয়া তারা। অন্যদিকে তৃণমূল, মুসলমান ভোট ২০১১ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এবার পালা হিন্দু। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন থেকে রামনবমীতে পতাকা ছাড়া নেতাদের মিছিল, কম কী?
আর এবার পঞ্চমুখ হনুমানের মন্দিরে নিজের হাতে আরতি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ। চাঁপদানী বিধানসভায় রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পা মেলান কল্যাণ। পুজো দেন হনুমান মন্দিরেও। অনেকে বলছেন, হিন্দু ভোট পেতে এবার বিজেপির মতোই মরিয়া তৃণমূলও