কাশ্মীরে হামলা। পর্যটকদের খুন। এক টাট্টু চালক সহ ২৬ জনের প্রাণ যায় গত মঙ্গলবারের জঙ্গি হামলায়। এতে ৬ জন জঙ্গির কথা উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের তদন্তে।এর মধ্যে রয়েছে,১) লস্করের ডেপুটি চিফ সইফুল্লা কসুরি।২) লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডর আবু মুসা।৩) পাক অধিকৃত কাশ্মীরের লস্কর কমান্ডর মহম্মদ নওয়াজ৪) লস্করের ফিল্ড কমান্ডর আবদুল্লা খালিদ।৫) হুজির কমান্ডর ইদ্রিস শাহিন।৬) হিজবুল মুজাহিদিনের অপরেশনাল কমান্ডার আবদুল রফ্ফা রসুল। মার্চে পাক-অধিকৃত কাশ্মীরের মীরপুরে ৬ জঙ্গি নেতা ফের বৈঠক করে।মার্চের শেষ সপ্তাহে তারা ফাইনাল করে পহেলগাঁওয়ের বৈসরনে নাশকতা চালাবে এরপর আঠারোই এপ্রিল পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে ফের বৈঠক।এর তিন দিন পরে কাশ্মীরে হামলা।জম্মুর কিশতওয়ার থেকে ডাকসুম হয়ে কাশ্মীরের অনন্তনাগ জেলার লারনো। সেখান থেকে কাশ্মীরের চটপাল হয়ে আইশমুকাম। তারপর পহেলগাঁও।অথবা পুলওয়ামার কাছের অবন্তীপোরা হয়ে অনন্তনাগ হয়ে পহেলগাঁও। গোয়েন্দাদের নজরে এই পথগুলি।
ভারতে হামলার ছক অনেক আগে থেকেই? তদন্তকারীদের নজরে অনেক পাক ঘনিষ্ঠ জঙ্গি
