সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস কে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, তাই তাকে স্থানান্তরিত করা হয়েছে।সোমবার বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন সি ভি আনন্দ বোস। তবে কি হয়েছে এখনও তা অস্পষ্ট।
সোমবার শালবনি রওনা দেওয়ার আগে রাজ্যপালকে দেখতে হাসপাতাল যান মুখ্যমন্ত্রী । তাকে দেখে , হাসপাতাল থেকে বেরিয়ে যান হাওড়া ডুমুরজোলা। সেখান থেকেই শালবনির কপ্টার চাপেন তিনি।
শনিবার মুর্শিদাবাদ পরিদর্শনের পর বোস বললেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু, মানুষের আতঙ্ক কাটেনি।” তার মতে, বর্বরোচিত হামলা হয়েছে মুর্শিদাবাদে।গত শুক্রবার মালদহ ও মুর্শিদাবাদে গিয়েছিলেন সি ভি আনন্দ বোস। অশান্তির ঘটনায় যারা আক্রান্ত, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন ও শনিবার ওই আক্রান্তদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।