বাইশে এপ্রিল। মঙ্গলবার। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। বৈসরন হয় মৃত্যু উপত্যকা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। ২৬ জন নিরীহ নাগরিকের প্রাণ যায়। এই ঘটনার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবার শাখা সংগঠন টি আর এফ। যদিও শনিবার তারা দায় অস্বীকার করে। পাকিস্তানের মদতেই লস্করের বাড়বাড়ন্ত। অনেকেই মনে করছেন পহেলগাঁওয়ের জঙ্গিহানায় পাক মদত আছে তা। এ নিয়ে লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তাঁদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পাশাপাশি পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।