SBI-এর হাত ছাড়িয়ে সম্পূর্ণ মালিকানা Reliance-এর হাতে, এবার Jio-র অধীনেই চলবে এই ব্যাঙ্ক!

Spread the love

এক বড়সড় কর্পোরেট চমকে, Reliance Industries সম্পূর্ণরূপে অধিগ্রহণ করল Jio Payments Bank-এর মালিকানা। আগে যেখানে এই ব্যাঙ্কের যৌথ মালিকানা ছিল State Bank of India (SBI) ও Reliance-এর হাতে, সেখানে এবার SBI-এর সমস্ত শেয়ার কিনে নিল মুকেশ আম্বানির সংস্থা। এর ফলে এখন থেকে Jio Payments Bank-এর একমাত্র মালিক হল Reliance Industries।

সূত্রের খবর, RBI-এর সবুজ সংকেতের পরই চুক্তিটি চূড়ান্ত হয়। এই পরিবর্তনের ফলে ব্যাঙ্কিং পরিষেবায় নতুন প্রযুক্তিগত রূপান্তর আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। Reliance ইতিমধ্যেই ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে Jio Payments Bank চালু হয় SBI ও Reliance-এর যৌথ উদ্যোগে। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে ব্যাঙ্কটি কখনই তেমন জনপ্রিয়তা পায়নি। সম্পূর্ণ মালিকানা পাওয়ার পর Jio এই ব্যাঙ্ককে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *