দক্ষিণ কলকাতা ল’ কলেজে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কলেজ চত্বরেই ছাত্রী ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ সামনে আসতেই এই চরম সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগাম কোনও সতর্কতা ছাড়াই সোমবার সকাল থেকে বন্ধ গেট। ক্যাম্পাস সিল করে দেওয়া হয়েছে। গার্ডরুমও সিল। কোনও পড়ুয়াই ঢুকতে পারছেন না কলেজে।
প্রথম বর্ষের এক ছাত্রী অভিযোগ করেছেন, কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁকে গার্ডরুমে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। কলেজ চত্বরে এই ধরণের নারকীয় ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই ছাত্রদের ক্ষোভ, আতঙ্ক, নিরাপত্তা নিয়ে প্রশ্নবানে জর্জরিত কলেজ কর্তৃপক্ষ।
রবিবার গভীর রাতে বৈঠক ডাকে কলেজের গভর্নিং বডি। সিদ্ধান্ত হয়, সমস্ত বিভাগ— BA LLB, LLM (General ও Honours)—এর ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সোমবার সকাল থেকেই কলেজ গেটে টাঙিয়ে দেওয়া হয় বন্ধের বিজ্ঞপ্তি। ছাত্রছাত্রীদের কোনও আগাম বার্তাও দেওয়া হয়নি।
পাশাপাশি তদন্তে গতি আনতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই কয়েকজন নিরাপত্তারক্ষী ও কর্মীকে জেরা করেছে পুলিশ। বসানো হয়েছে নতুন সিসিটিভি, কলেজ গেটের সামনে মোতায়েন র্যাফ। তবুও আতঙ্ক কাটছে না পড়ুয়াদের।
কেউ বলছেন, ‘‘কলেজে মেয়েরা আর নিরাপদ নয়। এই ঘটনার পর আর সাহস করে কলেজে ফিরতে পারব না।’’
অন্যদিকে কলেজ প্রশাসনের একাংশ বলছে, ‘‘ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত ক্লাস শুরু করা সম্ভব নয়।’’
এখনও পর্যন্ত পরবর্তী পরীক্ষার সময়সূচি বা ক্লাস পুনরায় শুরুর কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি।
সাউথ ক্যালকাটা ল’ কলেজের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি—এ কথা মানছেন অধ্যাপক মহলও।
আপনি চাইলে এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আলাদা হেডলাইন বা আরও সংক্ষিপ্ত/দীর্ঘ ভার্সন করে দিতে পারি। বলুন কীভাবে চান।