বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে জাতির উদ্দেশ্যে একটি সম্প্রীতির বার্তা রাখেন। মাননীয়া মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, “গুলি করে মারলেও একতার পথ থেকে সরবো না।”
বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈনদের আয়োজিত অনুষ্ঠানে বুধবার নেতাজি ইন্ডোরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, “ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হবে। নির্বাচন করলে দেশ দুর্বল হবে।
নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী আরো বলেন, বাংলা এমন এক জায়গা যেখানে সব ধর্মের উৎসব পালন করা হয়। বাংলার মানুষও প্রতিটি উৎসবের নিজেদেরকে মেলে ধরে।
বিরোধীদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকে গুলি করে মারলেও তিনি ঐক্যের পথ থেকে সরবেন না। বিরোধীদের তোপ দেগে বলেন, “কেউ কেউ বলেন হিন্দু ধর্মকে সুরক্ষা দেওয়া হয় না। কে দেয় তাহলে সুরক্ষা? কোন অনুষ্ঠান করতে দিন আমরা? সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, তিনি অনুষ্ঠান ভালবাসেনযারা ভালোবেসে ডাকবেন, অবশ্যই তিনি যাবেন।