তৃণমূল কংগ্রেস থেকে TMCP, গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার! এবার TMCP সংঘর্ষে উত্তেজনা তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে

Spread the love

তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষের অভিযোগ। এতেই উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ কলেজ। ঘটনায় জখম উভয়পক্ষের দু জন। তাঁরা চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।
অভিযোগ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস দলবল নিয়ে তুফানগঞ্জ কলেজের সামনে থাকা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরি, সাগর বর্মণ সহ অন্যান্য কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্লেড দিয়ে তার পিঠে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। যাদবপুর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর এবার তুফাঙ্গঞ্জ কলেজ। ছাত্র রাজনীতিতে হিংসার ছবি শিক্ষাঙ্গনে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *