উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফলাফলের দিনক্ষণ প্রায় ঘোষণা করে দিলেন।
রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। চিরঞ্জীব বাবু সাতটি স্কুল ঘুরে ঘুরে পরীক্ষার পরিবেশ দেখেন। তারপর সংসদ সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। তার মধ্যে অন্যতম ফলাফল প্রকাশের দিনক্ষণ। চিরঞ্জিত ভট্টাচার্য জানান, মাধ্যমিকের ফল প্রকাশের পরের সপ্তাহে অর্থাৎ চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চমাধ্যমিকের ফল অনলাইনে প্রকাশ পাবে।
এছাড়াও চিরঞ্জীব বাবু আগামী শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন বদল নিয়েও বেশ কিছু কথা বলেছেন সাংবাদিকদের।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই মালদার কালিয়াচকে পরীক্ষা চলাকালীন তল্লাশি প্রতিবাদে শিক্ষক পেটানো ১২ জন ছাত্রের পরীক্ষা আগেই বাতিল ঘোষণা করেছে। চিরঞ্জীব বাবু জানান , তাদের খাতা আলাদা করে রাখা হচ্ছে। পরীক্ষার পরে কামরিতলা হাই মাদ্রাসার চিহ্নিত ওই ছাত্রদের পর্ষদের পক্ষ থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সকলের সঙ্গে যাতে তাদের খাতা মিশিয়ে না যায় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কারণে অনুপস্থিত, তারা আগামী বছর নতুন শিক্ষাক্রমে পরীক্ষা দেবার সুযোগ পাবে বলে জানিয়েছেন চিরঞ্জীব বাবু। না হলে তারা পুরনো পাঠ্যক্রমেও পরীক্ষা দিতে পারবে। আগামী বছর থেকে রাজ্যজুড়ে দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে সামনের বছর দুবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে শেষ উত্তরপত্র ও এম আর পদ্ধতিতে হবে , যা পরীক্ষা করবে মেশিন। তাই শিক্ষকদের পরীক্ষার খাতা দেখার চাপ কিছুটা কমবে বলেও মনে করা হচ্ছে।