বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের লক্ষীপাড়ী সমবায় সমিতির নির্বাচনে ৯ টি আসনের ৯ টি তেই তৃণমূলের জয়। জলচক ১ নং অঞ্চল এর ৬ টি আসন এবং ৫নং মালিগ্রাম-৩ টি আসনে গত দুই দিন ধরে লক্ষীপাড়ি সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন ছিল।কোন বিরোধী প্রার্থী নমিনেশন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা।তার পরেই চলে বিজয় মিছিল।মঙ্গলবার বিকেলে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ৯ নং জলচক ১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু জানা, ৫নং মালিগ্রাম অঞ্চলের সভাপতি তফেজ্জলদিন,পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস এর INTTUC সভাপতি প্রশান্ত চক্রবর্তী, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক খাঁন, দেবাশীষ ভট্টাচাৰ্য, সরোজ দাস, তাপস জানা,প্রতাপ প্রামাণিক, অষ্টম প্রামানিক, আসাদুল খাঁন সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্লক নেতৃত্ব।
পিংলায় তৃণমূলের জয়জয়কার
