ফাঁসির কুড়ি বছর পর বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় পুনঃ বিচার মঞ্চ।
সোহান রক্ষিত, বাঁকুড়া :প্রায় কুড়ি বছর আগে ঘটা হেতাল পারেক হত্যাকাণ্ডে আদালতের নির্দেশে হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি। সেই ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও এবার এই কেস রি ওপেন এর দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় মমলা পুনর্ বিচার মঞ্চ। রবিবার ছাতনার নতুন বাসুলি মন্দিরে গণস্বাক্ষর অভিযানের আগে সাংবাদিক সম্মেলন করেন ওই মঞ্চের কনভেনার ডা: চন্দ্রচূড়…