শনিবার বাইশে মার্চ আইপিএল-এর উদ্বোধন কলকাতার ইডেন গার্ডেনে। তার জেরেই পারদ বেশ চড়ে উঠেছে। ইতিমধ্যেই শহরে পা রেখেছেন বিরাট কোহলি সহ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সদস্যরা।
২০২৫ আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছে কিং কোহলির বেঙ্গালুরু।
বুধবার প্রিয় তারকাদের দেখার জন্য কলকাতা বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুরাগীরা। সকলের চোখ এখন শনিবারের উদ্বোধনী ম্যাচের দিকেই। কেকেআরের বিরুদ্ধে কোহলির রানের ঝড় দেখার অপেক্ষায় ভক্তগণ। ইডেন গার্ডেন যতই কেকেআরের হোমগ্রাউন্ড হোক না কেন, বিরাট কোহলির অন্যতম প্রিয় গ্রাউন্ড এই ইডেন। শনিবার দেখা যাবে সোনালী বেগুনি ভার্সেস লাল কালো জার্সির যুদ্ধ।