KISS: চুমুতেই যায় চেনা, মেয়েদের বোঝার সহজ উপায় তাদের মনের মতো করে চুমু খেতে শেখা – চেষ্টা করবেন নাকি?

Spread the love

মেয়েদের মন জেতা যায় চুমু খেয়ে। তা কি জানেন? আসলে যৌন সম্পর্কের থেকেও মেয়েরা ঠোঁটের বাঁধন পছন্দ করে বেশি। আর তা আসে তাদের স্বভাব থেকেই। মেয়েদের মধ্যে যত রাগ, ততই বেশি অভিমান, ততই নরম স্বভাব। যে কারণে শারীরিক সম্পর্কের উগ্রতার থেকে বেশি মেয়েরা পছন্দ করে ঠোঁটের মিলন। সেক্ষেত্রেও অনেক ভ্যারাইটি রয়েছে। চুমুর ধরন নির্ভর করবে মেয়েদের মুডের উপর।

• মেয়েরা সবসময় চায় শুরুর আলতো চুমু। যেখানে কানের পাশে হাত ছুঁয়ে যাবে। গায়ে শিহরণ তৈরি হবে। তারপর চোখ বন্ধ করে সামনের মানুষের ঠোঁটে মিলিয়ে যাওয়া। যাকে বলে আত্মসমর্পণ

 

• ফ্রেঞ্চ কিস বহু মেয়ে পছন্দ করে। ঠোঁটে ঠোঁট রেখে বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে যদি সামনের মানুষটার ভেতর প্রবেশ করা যায়। যেমন ফ্রেঞ্চ কিসে শুধু ঠোঁটের নয়, tongue-to-tongue মিলনের বিষয় থাকে

• সময় নিয়ে চুমু খাওয়া মেয়েদের অন্যতম পছন্দের কাজ। শারীরিক অন্য কোনও সম্পর্কে লিপ্ত না হলেও, দীর্ঘ সময় সামনের মানুষটাকে জড়িয়ে চুমু খাওয়ায় মেয়েরা নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা নিজের মানসিক নিরাপত্তা।

 

• ঠোঁটে বিলীন হয়ে যাওয়ার সুখ তাদের ভীষণ প্রিয়। যৌনতার মাত্রায় পৌঁছলেও যেন তা বাঁধা থেকে যায় ঠোঁটে। বিছানায় শুয়ে চাদর মুড়ে কাছের মানুষের ঠোঁটে বিলীন হলে মেয়েদের দীর্ঘ খারাপ মুড ঠিক হয়ে যায় এক নিমেষে।

 

তাই কাছের মানুষকে বুঝুন। বোঝার চেষ্টা করুন। মেয়েদের বোঝা যায় না, একথা ভুল। যাকে সবচেয়ে জটিল বলেন, সেই মেয়েদেরই ঠোঁটে ঠোঁট রেখে তাদের মনের ভাষা বোঝা যায়, খুব সহজে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *