Delhi: দিল্লির স্কুলে একাধিকবার বম্ব-থ্রেট পাওয়া গিয়েছে আগেই, এবার বাংলাদেশি প্রবেশ রুখতে কড়াকড়ি! নগর নিগমের তরফে পড়ুয়াদের নিয়ে জারি নির্দেশিকা

Spread the love

বাংলাদেশ নিয়ে শুধু বাংলাই নয়, চিন্তিত দেশের রাজধানী। দিল্লির স্কুলে কড়াকড়ি। দিল্লি নগর নিগমের তরফে জারি নির্দেশিকা। তাতে স্পষ্ট লেখা, পুর এলাকার স্কুলগুলিতে অবৈধ বাংলাদেশি পরিযায়ী প্রবেশ ঠেকাতে তৎপর শিক্ষা দফতর। স্কুলগুলিকেও পর্যাপ্ত চিহ্নিতকরণ এবং যাচাইকরণ করতে হবে। প্রয়োজনে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক নিয়মে জমা দিতে হবে প্রশাসনকে। দিল্লিতে আম আদমি পার্টির সরকার থাকলেও, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রীত অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারা। বেশ কয়েকবার দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েমনে করা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালু পীড়নে ভারতে অনুপ্রবেশের সংখ্যা বাড়তে পারে। এরই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে জঙ্গি প্রবেশের আশঙ্কা। তাই অবৈধ বাংলাদেশী প্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ। এই নিয়ে সাংবাদিক বৈঠক সেরেছেন সাংসদ সঞ্জয় সিং। শিশুদের প্রতারিত করে, তাদের বাবা-মাকে ভয় দেখাতে নির্দেশিকা। পরিণতি ভালো হবে না।
সবমিলিয়ে বাংলাদেশ ইস্যুতে রাজনীতির রং চড়ছে দিল্লিতেও। নগর নিগমের নির্দেশিকায় শুরু তু তু ম্যাঁ ম্যাঁ ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *