TMC: মণিশঙ্করে ভুগছে তৃণমূল, নিজেকে অভিষেকের সৈনিক বলে দাবি, মমতার ছবি নেই ফোসবুকে! হচ্ছেটা কী তৃণমূলে?

Spread the love

মণিশঙ্কর মণ্ডলের সামাজিক মাধ্যমের আইডি যদি ঘুরে আসা যায়, তবে সবটাই অভিষেক-ময়। তৃণমূল সুপ্রিমোর ছবি খুঁজতে হবে আতশকাঁচ দিয়ে। পোস্টে স্পষ্ট লেখা, ‘আমরা অভিষেক সেনা, আমাদের দমানো যাবেনা’। অভিষেক-মমতায় তৃণমূল ভাগাভাগি? অভিষেককে নিয়ে বারবার সমর্থন-পোস্টের পরই তৃণমূলে তোলপাড়।
THE GAME CHANGER DADA অভিষেক, এই ধরনের একাধিক পোস্ট বহুদিন থেকেই করেছেন মণিশঙ্কর। অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার পদাধিকারী হওয়ায় অন্যান্য অধ্যাপকদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা। তারপরই ষড়যন্ত্র, বলে দাবি মণিশঙ্করের


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি এবং জনপ্রিয়তা দেখে প্রবীণ তৃণমূলের একাংশের গাত্রদাহ। নবীন প্রবীণের গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূলে। একথা বললেও প্রবীণ নেতাদের একাংশকে নিয়ে মুখ খুলে, বিভাজনটা তো করে দিলেন মণিশঙ্করই। একাধিক মহলে দাবি ওঠে, দলবিরোধী পোস্টের দায়ে বহিষ্কার করা হয় ওয়েবকুপা নেতা মণিশঙ্কর মণ্ডলকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *